Sunday, October 24, 2021

কবি আবদুস সালাম -এর একটি

 সাপ

  



 একটা জীবন নিয়ে কথা হচ্ছিল 


রাতের শরীরে আদর মাখা স্বপ্নীল সাপ

বোতলে ভরে নিয়েছি কল্পনা নিরোধক ওষুধ

আর ঘুম পাড়ানী গানের বড়ী


রাতের সীমানায় বন্দী হয়ে আছে তারা মাছ


বিবর্ণমলিন জীবন খোঁজে তৃষ্ণার্ত শিকড়

 তরল অভ‍্যাসে ভেসে যায় গন্তব্য

তীর্থের কাকের মতো বসে আছি অক্ষরের রেকাবি নিয়ে


কাশবনের মাথার উপর ঝুলছে দুঃখ রঙের কুঁড়েঘর

ভালোবাসার উঠোন জুড়ে বাসা বেঁধেছে আদিসাপ ।

No comments: