Sunday, October 24, 2021

কবি সেখ নজরুল -এর একটি কবিতা

 সীমান্তের ওপারে

    

    


ভালবাসলে যদি চরিত্র খারাপ হয়,

তাহলে চরিত্র সেদিনই খারাপ হয়ে গেছে।


যেদিন তোমাকে ওই হলুদ চুড়িদারে এবং কালো চশমা তে দেখেছিলাম,

সেদিন থেকে একটু একটু করে মনের অজান্তেই হৃদয়ের দর্পণে তোমার ছবি এঁকে চলেছি।


কাজল কালো চোখ আর মোনালিসার মত নাকটি তোমার,

গোলাপি ঠোঁটের হাসি যেনো মুক্তো ঝরে।


পাগল করা চোখের চাউনি,

চোখের দিকে একবার তাকালেই বারবার তাকাতে মন চায়।


মায়াবী চলন দেখে ভাবি,

 বিধাতার কি অপরূপ সৃষ্টি।

জানিনা বিধাতা কি দিয়ে সৃষ্টি করেছে তোমায়,

সত্যিই তুমি আমার কাছে মোনালিসা।


তোমার আলতা পড়া চরণ দুখানি যখন শিশির ভেজা দূর্বা ঘাস মাড়িয়ে যায়,

আমার হৃদয় খুবই দোলা দেয়।


ঘুমের ঘোরে যখন তোমার নিঃশ্বাস অনুভব করি,

টিকটিক করতে থাকে মনের এলাম ঘড়ি।


তোমার বুক পকেট খালি জানি কারন ওইখানে আমার বসবাস,

বুক পকেট এ থাকতে থাকতে যেন আমার বেরিয়ে যায় শেষ নিঃশ্বাস।

No comments: