Sunday, October 17, 2021

কবি সুব্রত মিত্র -এর একটি কবিতা

 আমরণ প্রত্যাশা




সেই ভোরের সূর্যটা ডোবেনি এখনো

চেয়ে আছে দেখ এক

সুন্দর মধুক্ষণের অপেক্ষায়

গ্রীষ্মের গরমে পুড়েছি কত

বর্ষার জলে বিরহের বেদনারা

ভিজেছে অবিরত।


শরতের বিকেলে ধান ক্ষেতের ধারে

নীল ডোবা জলে

সোনালী রোদের মধুময় কম্পন

মিশ্রিত আবহাওয়ায় হেমন্তের আগমন

নবান্ন আসিছে দ্বারের দাওয়ায়

আজও কি সে মনে রাখিছে আমায় ?


শীতের হিমেল হাওয়ায়

হেঁটেহেঁটে পাথর ভেঙ্গেছি ঘাসের ডগায়

পরে আছি এতকাল তোর অপেক্ষায়


আজ আমি ক্লান্ত,

অবশেষ প্রান্তে ফুলগন্ধে নাচে বসন্ত ।

হারতে হারতে জীবনের

দোরগোড়ায় এসে ঠেকলাম

কখনো জেতার আশা রাখিনি

তবু প্রত্যাশা ছাড়িনি আজও।


              হে সূর্য ,

আরও উজ্জ্বল হতে উজ্জ্বলতর

হয়ে জেগে থাক ভালোবাসা ফিরবেই ।

No comments: