কবি মঞ্জুলা বর -এর একটি কবিতা

 কোথায় চেতন 




সুন্দর পৃথিবীতে মানুষ কবে আর 

মানুষ হবে ? এতো শিক্ষা ব‍্যবস্থা  

এতো আইন কানুন তবুও শত সহস্র

 নারীর গণধর্ষণ গর্ভকালীন !


 কেমন শিক্ষা?---ভাবতে অবাক লাগে

 এতো পুলিশের সমারোহ পথে পথে--

 হাজার হাজার জন মানব তবে কী

 করে মোড়ে মোড়ে নারীর কেন 

 এত ধর্ষণ ও মৃত্যু !


আসলে সব থেকে ও কিছু নেই অভাগা 

দেশে! জ্ঞানের আলোকে মানুষ কবে  

আর মানুষ হবে?সবাই আমরা মুখে 

কত জ্ঞানের বাণী শোনাই কিন্তু সত‍্যি কী 

কেউ সঠিক পথে চলি! সবটা যেন  

অজানা! ------


বিবেক চেতন যদি জাগতো তবে দিনের 

পর এতো অন‍্যায় অরাজকতা হতো না!

মিথ‍্যার কবলে সত‍্য হতো না জর্জরিত ।


লোভের মোহে দিকে দিকে ধান্দা 

আর মারামারি । স্বার্থের তরে হিংসা,ঈর্ষা ,

ক্ষুণ,খারাপি চলছে অহরহ।  


 কোথায় মনুষ্যত্ব ?কোথায় চেতন?

কোথায় বা মানবিকতা? নীরবে আজও 

কাঁদে অসহায় ধরণী ।

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ