কবি চিরঞ্জিত ভাণ্ডারী -এর একটি কবিতা
অকৃতজ্ঞ
ভণ্ডরা কখন যে কোন রূপ ধরে প্রেমকে দেয় ফাঁকি
জানে না প্রেম পুজারির উঠোন।
দরজা খোলা রাখে
অভুক্ত ফিরে গেলে সে যে বড়ই বেদনার
তাই বেড়ে দেয় ভাত
এক সময় গতর বাড়ে
বলও আসে শরীরের এ-কানায় ও-কানায়।
অহিংসার ভূমিতে প্রেমের ছায়া তলে দাঁড়িয়ে
যারা সান দেয় আসুরিক প্রবৃত্তি
ছিঁড়তে থাকে শান্তির নরম পালক।
এক সময় যে পাতে খায় সে ভাতে ছেদ করে
লেজ নাড়তে নাড়তে ছুটে যায় ভাগাড়ের দিকে
এক সুরে বাজায় গান মাংস ছেড়ার উল্লাসে
Comments