কবি বিধান সাহা -এর একটি কবিতা
সার্থকতা
কিছুটা লাভের আশায়
জিনিস পত্র নিয়ে
সামান্য ফেরি করা
অনন্ত ঐশ্বর্য নয়
কোনও আশ্চর্য আলাদিনের
প্রদীপ ধরাও নয়
সারাদিন হাড়ভাঙা
পরিশ্রমের শেষে
কিছুটা রসদ
সন্তানের মুখে তুলে দেবার মত
সামান্য আয়োজন
তাদের হাসি মুখের উজ্জ্বলতা
শত পরিশ্রমেও
সার্থক বলে মনে হয়.....
Comments