Monday, October 25, 2021

কবি ঋদেনদিক মিত্রো -এর একটি কবিতা

 শরৎ  



বর্ষা গেছে থেমে,  

   শরৎ এলো নেমে,   

  হালকা শীতের হাওয়া এসে  

     শারদীয়ার সুখটা দিলো এনে! 


কাশফুলতে ছেয়েছে মাঠ,  

    শুকনো হচ্ছে সব পথ ঘাট,   

    চলতে গিয়ে জলা কাদায় 

       আর যাবে না থেমে,  


ঘাসের ওপর পড়ছে শিশির,  

    ফুলে, ফলে ভেজা,  

রাত্রিকালে কুয়াশাতে  

       চলবে পথে কে বা?  


ভোর হচ্ছে চুপিচুপি ---

   রাত্রি কাটে, জেগে উঠি,  

     খানিক পরে কুয়াশাময় 

       রোদ আসলো ঘরে,  


এমন দেখার কত কী সুখ,  

     শরৎকালে 

    রোদ আসলে পরে! 

No comments: