কবি নবকুমার -এর একটি কবিতা

 শ্যামল আত্মীয়তার সুর



সান্ধ্যকালীন আজানের সুর ভেসে আসে 

ছড়িয়ে যায় বাতাসে বাতাসে---


চারদিকে এক শীতল নিস্তব্ধতা---

একটু আগে পাখিরা ফিরেছে নীড়ে

উদ্বিগ্ন শাবকেরা মা'কে পেয়েছে ফিরে 

বাসায় খেলা করে শান্ত নীরবতা ।


শান্ত দিঘিজলে ছোট ছোট ঢেউগুলি

ভেঙে পড়ে শান বাঁধা ঘাটের চত্বরে

অতীব সত্বরে ।


নতমুখ গাছেদের পাতাগুলি

বসন্তের শিমুল-পলাশ

চারদিকে নির্জন আভাস ।


ওপারে বেজে ওঠে মন্দিরের কাঁসর

ঘন্টার সাথে যেন দোলায় চামর ।


মানুষেরা ব্যস্ত কাজে 

চলে যায় নিপুণ পা ফেলে রাস্তাতেই

কবি এই শ্যামল আত্মীয়তার সুর

লিখে রাখে কবিতার খাতাতেই ।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র