Sunday, October 31, 2021

কবি জয়তী দেওঘরিয়া -এর একটি কবিতা

 পারলে না

         



জানো ,আমার না খুব ইচ্ছে

স্মার্ট হওয়ার ,

কতবার চেষ্টাও করেছি।

বারবার বদলে ফেলেছি নিজেকে,

সাজিয়েছি নতুন সাজে।

নতুন পোশাক, নতুন চুলের ছাট

আয়নায় দেখেছি নিজেকে।

রঙ-তুলির আঁচড় দিয়েছি 

চোখে-মুখে ও গালে।

তবু মন পাইনি তোমার!

আমি আজও নিজেকে সাজাই

স্মার্ট করে তুলি ।

কিন্তু কে যেন ফিসফিস করে

বলে যায়---

'তুমি ব্যর্থ!'

সেই ব্যর্থতার গ্লানি মেখে

আবার গিয়ে দাঁড়াই তোমার কাছে

তুমি ফিরেও দেখ না।

আবারও সেই ধ্বনি 

অস্ফুট স্বরে ধ্বনিত হয়

'তুমি ব্যর্থ, তুমি পারলে না।'

No comments: