Sunday, October 31, 2021

কবি রানা জামান -এর একটি কবিতা

 রণ পা


 


একটা রণ পা থাকলে চাঁদে যাওয়া যেতো

এবং মোক্ষম এন্টিবায়োটিকে রোগমুক্তি

ডিমে তা থাকলেও সবসময় ফুটে না জাতক

রসের হাড়িতে ডুবে পান করে কুচক্রিরা পরিস্রুত জল

ঘুষের টাকায় সেলাই করে টিকটিকির ঠোঁট

ঢোলের তাণ্ডবে গর্ভপাত হলেও আনাড়ি চিকিৎসক

সভাপতি পদে আসীন পদোন্নতির ঢামাঢোলে

ড্রয়িংরুমে তাসের খেলায় বেখেয়ালি

সর্বস্ব হারিয়ে পথের ফকির

দিন যায় কারো হেলাফেলায় কারো বা

সাধনায় সিদ্ধি লাভের আশায়।

No comments: