Sunday, October 31, 2021

কবি সৌমেন্দ্র দত্ত ভৌমিক -এর একটি কবিতা

 রমণীয়




ইচ্ছের ওপর ভরসাহীন নড়বড়ে মগজগুলো

সার সার হাঁটে আর হাঁটে কার্ণিস ঘেঁষে,

তাদের মুখে ও চোখে ইন্দ্রিয়ের পাঁচ-পাঁচটি খোপে

তুমুল বিষম বিষমতর সোরগোল-

দ্বিধাহীন চলনবলন স্থির তসবির হয়ে নিয়ত দোলে

সমাজের পথে পথে পরিক্রমণে।

নিভাঁজ নিস্পন্দ দোটানায় একা একা পাখী আমার

খুঁটে খুঁটে খায় শক্ত চরম বায়ু,

কখনো ধুলোয় কখনো আকাশে কখনো সলিলে

স্থিরতা খুঁজি তীব্র তীব্রতম রমণে।

No comments: