Sunday, October 31, 2021

কবি সুমন্ত রবিদাস -এর একটি কবিতা

 স্রষ্টা




স্রষ্টার প্রধান সঙ্গী কল্পনা

কল্পনার সাহায্যে স্রষ্টা দেন সার্বজনীন রূপ

সৃষ্টি হয়ে ওঠে সার্থক

হয়ে ওঠে চিরন্তন।

তবে তার মধ্যে থাকে কিছু বাস্তবতা

বাস্তব থেকে অবাস্তবে যাওয়াই সৃষ্টি

অ্যারিস্টটল বলেছেন যাকে বস্তুসত্য আর কাব্যসত্য।

স্রষ্টা মনেই থাকবে কল্পনা,

আর থাকবে মনের ভাবনা শক্তি

মনের ভাবগুলো উঠবে সৃষ্টিতে ফুটিয়ে

যা আসবে বাস্তব জগৎ থেকে মনে

মনের ভাবগুলো ভাষায় ব্যক্ত হবে

সৃষ্টির মধ্য দিয়ে।

কল্পনার আশ্রয়েই স্রষ্টা গড়ে

তার সৃষ্টির কাঠামো,

বাস্তব থেকে অবাস্তবে যাওয়াই সৃষ্টি

সৃষ্টিতেই হয় স্রষ্টার প্রকাশ।

No comments: