Sunday, October 31, 2021

কবি কমল মন্ডল -এর একটি কবিতা

 আবেগি শব্দরা

       


তোমার চোখের দিকে তাকালে

বুকের আঁচল নামতে থাকে পুরনো স্মৃতিতে

আমি হেরে যায় নীরবে 

তোমার চোখের দিকে তাকালে।

শরৎ তোমায় আমার মুখোমুখি আনায় অঞ্জলি 

দুটো হলুদ রঙের পাখি আসে ফিরে যায় নীরবে 

মরা পুকুরে উঠতে থাকে ঢেউ 

তোমার চোখের দিকে তাকালে।

প্রেম সে কি জানি না,বুঝলেনা তুমিও

সাত রং তোমায় সাজাক ---

আলো দিক ভোরে তোমার স্বপ্নের ধানসিঁড়ি----

আমার আবেগ, সে তো কবিতার পঙক্তি জুড়ে!

No comments: