Monday, October 25, 2021

কবি মিঠুন রায় -এর একটি কবিতা

 প্ররোচনা




একটি ঝাপসা প্রতিচ্ছবির সামনে দাঁড়িয়েছি

ওই ছবি ঘিরে জেগে ওঠে সর্পিল ভাবনা মুহূর্তে... 


মেঘহীন আকাশে কেঁদে বেড়ায় ময়নাবতী,

অসম্পূর্ণ মোহ ঘিরে-ঘিরে আসে নিদ্রা জুড়ে,

রাঙা ডালিমের মতো হৃদয় ফেটে হল চৌচির।


জীবন জুড়ে বিস্তৃত মনমাঝি 

থমকে গেছে ফেনিল সাগরে

বৈঠাহীন নৌকো আটকে গেছে 

কোথাও মায়াবী ধূমকেতুর প্ররোচনায় ।

No comments: