Monday, October 18, 2021

কবি শ্যামল চক্রবর্ত্তী -এর একটি কবিতা

 করোনা তফাৎ খাঁটি বলে মরে


                  


করোনা তফাৎ খাঁটি বলে মরে।

হিন্দু-মুসলিম সবাই খাঁটি ওরে।

কেমন করে বলবে মরে,

খুলে দেখ ইতিহাসটা রে।

জটিল তত্ব আছে তারে ভরে।

হ্যাঁ ওরে বলো বাঙালি মরে।

জড়িয়ে আছে তারে সংস্কৃতি।

পরিধান কেন আচার-আচরণে।

ভাঙে ঘুম বাঙালির ব্রিটানিয়া বিস্কুট।

চুমুক চায়ে আরামকেদারায়।

বাসি হয়না ঐতো খবর আনন্দবাজার।

কেনো, গরম ভাতে ঘি ঐতো মনে পড়ে।

বলব কেন বিরিয়ানি, সুক্ত প্পোস্ত আছে তাতে।

জুড়ে আছে কত স্মৃতি ঐইতো সংস্কৃতি।

বাঙালির উৎসব আছে এক উৎসব,

পিঠে পুলি বলি কেন দুর্গা উৎসব।

মজার হুল্লোড়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে ।

নতুন পোশাকে মাতোয়ারা শৈশব ।

মজে মন বিহ্বলতায়, জাগে মন উৎসবে।

পৌড়ের মন যেন শৈশবে ওই হাসে।

পৌষে এলো পাটালী গঞ্জে গন্ধে মম করে।

মিষ্টি স্বাদে খেজুর রসে, শীতের আমেজ প্রাণভরে।

কথ্য ভাষা বাংলা বলে সহজ নাকি বাংলা বলা।

পরিধানে বাঙালিয়ানা পাঞ্জাবি ধুতি টা।

বারো মাসে তেরো পার্বণ সংস্কৃতি শেষ হবে না কখনো।


No comments: