Monday, October 25, 2021

কবি মৌসুমী চন্দ্র -এর একটি কবিতা

 প্রণাম মাগো



মা গো ঘরে ঘরে আলপনা দেয়

কত না ঘরের মা বোন।

ফুল ও মালায় চন্দন ধূপে

কি অপরূপ আজ প্রাঙ্গন।


প্রার্থনা করি সব বিষাদ,কালো

যেন দূরে দূরে যায় সরে।

এস মা লক্ষ্মী বোস ঘরে

আমাদের ঘরে থাক আলো করে।

No comments: