Sunday, October 31, 2021

কবি পৌষালী সেনগুপ্ত -এর একটি কবিতা

 জয় 



যে কোনো ধর্মযুদ্ধ করবো জয়!

এটাই নিশ্চয়!

যে কোনো শত্রুকে পরাস্ত করতে দৃঢ় নিশ্চ্য়!

যে কোনো রাস্তা নিতে জীবনে নিজের সিদ্ধান্ত!

যে কোনো বিপদে মধ্যে ঘুরে দাঁড়াবার জেদ!

জীবনের চড়াই উৎরাই সহজেই করব জয়!

আছে বুকের মধ্যে জেদ আর অদম্য লড়াই!

জীবনের লড়াই জিতবোই এটাই দৃঢ় নিশ্চয়!

No comments: