কবি মহীতোষ গায়েন -এর একটি কবিতা

 ফিরে আসার বর্ণমালা




খিদের রক্তে আগুন ধরালে

বিলাস বাসরে আগুন জ্বলবে

প্রদীপ-আলোয় লেখা কবিতা,

ছাপা হবে সব পাজির শরীরে।


মর্ম দিয়ে হৃদয় বুঝলে,তোমার 

বাসর ফুলে ভরে যাবে,তোমার

আকাশে এত সুর,এত গান,সব

জল হয়ে গেছে,দেখেও দেখনি।


ফিরে এসো গাছ,ফিরে এসো ফুল

সুর ও ছন্দ সুখ শান্তি সব বিলকুল,

খিদের থালায় ফিরুক হাজার তৃপ্তি

জীবন আকাশে ছড়াক পরম দীপ্তি।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র