Monday, October 18, 2021

কবি কমল মন্ডল -এর একটি কবিতা

 আন্তরিকতা 

       


তোমার আগমনের অপেক্ষায় অস্থির আমার জগৎ 

স্বপ্ন বুনতে থাকে আনন্দ 

তোমার আলোর গান শুনবো বলে ---

এতো সকালের অস্থিরতা 

এতো সময়ের অপেক্ষা 

এতো আনন্দ জমিয়ে রেখেছি কাশফুলে। 

আগুনের পরশমণি ছঁয়ে

তোমার আগমনি সূচনা করুক 

এক নতুন শতাব্দীর। 

এতো হিংসা নয়, এতো রক্ত নয়, নয় এতো হৃদয়হীনতা

আগামীর নূতন আলোর ফুটে উঠুক 

তোমার হৃদয়, তোমার আকাশ...

No comments: