Sunday, October 31, 2021

কবি ঋদেনদিক মিত্রো -এর একটি কবিতা

 শীত 



শীত এসেছে, ঝরবে পাতা,  

 ঝরবে কত ফুল,  

ঝরবে না তো কোনো শীতেই  

  আমাদেরই ভুল! 


আসুক শীত, আসুক গ্রীস্ম, 

   কী বয়ে যায় তাতে,  

তেমন ঋতু নেই কোথাও  

   এসে হাতেনাতে --- 


ঝরিয়ে দেবে আমাদেরই  

   বদঅভ্যেস যত,  

তারপরে ঠিক ভরিয়ে দেবে 

  বসন্তের-ই মত ---    


ফুলে ফলে ভরবে মনের     

  বাগানগুলি সব,  

মানব জাতি খুঁজে পাবে --- 

   হারানো গৌরব! 

No comments: