শীত
শীত এসেছে, ঝরবে পাতা,
ঝরবে কত ফুল,
ঝরবে না তো কোনো শীতেই
আমাদেরই ভুল!
আসুক শীত, আসুক গ্রীস্ম,
কী বয়ে যায় তাতে,
তেমন ঋতু নেই কোথাও
এসে হাতেনাতে ---
ঝরিয়ে দেবে আমাদেরই
বদঅভ্যেস যত,
তারপরে ঠিক ভরিয়ে দেবে
বসন্তের-ই মত ---
ফুলে ফলে ভরবে মনের
বাগানগুলি সব,
মানব জাতি খুঁজে পাবে ---
হারানো গৌরব!
No comments:
Post a Comment