Monday, October 18, 2021

কবি ইব্রাহিম সেখ -এর একটি কবিতা

 দাও স্নেহাশিস



চারিদিকে ঘনিয়েছে ঘোর অন্ধকার

প্রজ্জ্বলিত দিবাকর খুঁজি দিনেরাতে,

যেখানেই প্রেম খুঁজি দেখি বন্ধদ্বার

মানবতা কেঁদে ফিরে বিবর্ণ প্রভাতে!


হৃদয়ের অভ্যন্তরে জ্বলছে আগুন

ডুবেছি সাগর জলে দারুণ দহনে,

নিদারুণ তাপে পুড়ে বসন্ত ফাগুন

উপশম হবে সে'কি শাশ্বত মরণে!


এতটুকু আলো চাই, এক ফালি চাঁদ

শিশিরের মুক্ত কণা চাই ফুলদল,

ভেঙেচুরে মিশে যাক বিভেদের বাঁধ

সকলের খাদ্য হোক নানাবিধ ফল।


স্নেহাশিস দাও প্রভু অভাগার শিরে

ডুবে যেন যাই না-গো নয়নের নীরে!

No comments: