Monday, October 25, 2021

কবি পম্পা ভট্টাচার্য -এর একটি কবিতা

 তোমার চোখে দেখেছিলেম আমার সর্বনাশ



দূর হতে হতে চলে যাব একদিন দূর বহু দূরে                  

ছায়াটুকুও পড়বে না যা ছিল তোমার স্মৃতির পাতা জুড়ে।

নীরব কান্নায় পড়বে না ,আমার একফোঁটা চোখের জল

হৃদয় হবে বিদীর্ণ ,শুধু গহন মনে জ্বলবে দাবানল।

প্রকাশ হবে না কোনকিছুই ,আমার নিঃশব্দ অভিমান

হয়তো তুমি ভাসবে সুখের সাগরে,

আমার জীবনে পড়ে রবে জোয়ার ভাটার টান।

সময়ের ব্যবধানে ভাঙে যে অন্ধবিশ্বাস

বেদনাময় জীবনে সান্ত্বনা দেয় শুধুই দীর্ঘশ্বাস।

মরণ হয়তো পারবে কেড়ে নিতে ,হতাশা করবে গ্রাস

কারণ আমি যে তোমার চোখে দেখেছিলেম আমার সর্বনাশ।

No comments: