কবি পৌষালী সেনগুপ্ত -এর একটি কবিতা
শিক্ষা
জীবন যেন জীর্ণ পাতায় জড়ানো সেই মোড়কখানি,
যার ভিতরে লুকিয়ে রয়েছে অনেক স্মৃতি;
যার মধ্যে কিছু ভালো,
কিছু খারাপ!
কিছু কথা মন ছুঁয়ে যায়,
তো কিছু কথা মনের ভিতরে রয়ে যায়!
কখনো কখনো একটা মর্মস্পর্শী অভিজ্ঞতা ভিতরটা নাড়া দিয়ে যায়!
কখনো আনন্দের অশ্রু তো কখনো দুঃখে চোখের জল!
দুটোই নিজের রয়ে যায়!
বয়ে যায় শুধু সময়!
জীবনটা দেখতে দেখতে ফুরিয়ে যায়!
কিন্তু শিক্ষা কোনো দিনও ফুরায় না,
এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম ,
জীবনের যে কোনো খাতে বইবার সময় শিক্ষা মানুষ পায়,
সেই শিক্ষা জীবনের শেষ দিন অব্দি সঙ্গে রয়ে যায়!
Comments