Monday, October 18, 2021

কবি মিঠুন রায় -এর একটি কবিতা

 কামহীন ভালোবাসা 



হৃদয়ে একটু আঘাত পেলেই

পরমান্ন হয়ে যায় পান্তা ভাত

উচ্ছিষ্ট স্তুপে জমা হয় সেই পরমান্ন।

আতর মাখা সুন্দরী মেয়েরা পরমান্ন পছন্দ করে না,

শুধু ভালোবাসে চাইনিজ ফুড আর বিদেশী রকমারী।


অধিক লোভে মুখ ফিরিয়ে রাখে পরমান্ন থেকেও,

শুধু মায়াবী রঙের ঝাপসা আলোয় ধাঁধা করে দুচোখ।

স্বর্গীয় সুখের লালসায় ঘৃণা করে কামহীন ভালোবাসাকেও

শুধু এক চিলতে ইন্দ্রপ্রস্থ দেখে লোভে পড়ে যায় সে।

হয়তোবা জানে না পরমান্নেই লুকিয়ে আছে মাতৃভূমির অম্লান স্মৃতি।

No comments: