কবি সুমিত্রা পাল -এর একটি কবিতা

 ভোটের দামামা




যখন বাজে ভোটের দামামা,

থাকে একরাশ প্রতিশ্রুতি আর হাঙ্গামা ,

দল বদলের খেলা চলে ,

একে অন্যকে কুকথা বলে ।

 মুখোশ গুলো পড়ে আসে,

ভোট পেতে কোমর বাঁধে কষে ।

নেতা-নেত্রীদের ভাঙে ঘুম,

চলে মানুষকে কাছে টানার ধুম।

হাসিমুখে সব কথা শোনে,

 মনে মনে সপ্নজাল বোনে।

একবার পেয়ে গেলে আসনটাকে ,

ঠিক দেখে নেবে সব বেটাকে।

বুঝবার নেই কোন উপায়,

বোকা জনগণ ভোলে এদের কথায়।

এলে ভোটের সময় কাল ,

নেতারা হয় তখন ভিজে বেড়াল।

নেতাদের লোভের লালসায় ,

সাধারণ মানুষের প্রাণ চলে যায়।

এল গেল কত রকমের দল,

 মানুষ পেয়েছে শুধুই ছল।

নেই ঠিকমতো অন্নবস্ত্রের সংস্থান,

 আজো তাদের ঘরে বেকার সন্তান।

আজও বসে আছে আশায় ,

হয়তো আলো জ্বলবে বাসায়।

হয়তো খুশির জোয়ার লাগবে ,

হয়তো একদিন মানবতাজাগবে।

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ