কবি সেখ নজরুল -এর একটি কবিতা
নীল পদ্ম
হাজারো স্বপ্ন দেখেছি ওই পদ্ম পাড়ে,
অনেক আশা নিয়ে হাজির তোমার মনের দুয়ারে।
সময়ের সন্ধিক্ষণে তোমার সাথে হল দেখা,
মনের মধ্যে তোমার রঙিন ছবি আঁকা।
জীবনের শেষ লগ্নে দিয়েছি হাত বাড়িয়ে,
দিওনা অঙ্কুরে তার বিনাশ ঘটিয়ে।
চিরদিন থাকবে তোমার দিকে আমার টান,
ভালোবেসে যাবো যতক্ষণ দেহে আছে প্রাণ।
পাগল হয়েছি তোমার কাজল কালো চোখে,
তোমায় পাশে নিয়ে থাকবো সারা জীবন সুখে।
হারিয়ে যাবো দুজনে স্বপ্ন সাগরে,
তোমার আমার দেখা হবে ঘুম ভাঙা ভোরে।
হৃদয় কাঁপিয়ে তোলে তোমার ওই গোলাপি ঠোঁটের হাসি,
তোমার ঐ মিষ্টি চোখের চাওনি বড়ই ভালোবাসি।
হঠাৎ দেখা হবে ওই নীল পদ্ম পাড়ে,
মনের উষ্ণতা নিও সিক্ত করে।
কানে কানে বলবো মনের না বলা কথা,
সোহাগের জোয়ারে ভাসবো তোমার কোলে রেখে মাথা।
Comments