Sunday, October 24, 2021

কবি জাহির আব্বাস মল্লিক -এর একটি কবিতা

 সময়ের গতিশীলতা

       


সময় আজ থমকে দাঁড়ায় প্রতিটা পদক্ষেপে,

হাঁটতে হাঁটতে পরিশ্রান্ত পথিক দিশেহারা,

শুকনো মুখের পাপড়িগুলি আজ বিবর্ন।

সকালে পুবের রবি দাঁড়িয়ে আজ প্রখর মধ্যাহ্নে,

ধেয়ে আসে প্রতিকূলতার বাধা,সহমর্মী দু-সহোদর।

কখনো বা ছুটে আসে ওড়িশার ভুমিষ্ঠ কন্যা তিতলি,

দাঁড়িয়ে যায় পথ সম্মুখে,ধরে জড়িয়ে আমায়।

আজও অজানা, কোথায় গিয়ে দাঁড়াবে সময়ের 

গতিশীল ঘড়ির কাঁটা।

No comments: