Sunday, October 31, 2021

কবি রাজা দেবরায় -এর একটি কবিতা

 চলুন ভাবতে শিখি



ভোগবাদের দুনিয়ায়

কেউ ভাবতে পারছে না,

ভাবতে শিখছেও না।

ভাবাটা কেমন যেন ব্রাত্য!

মস্তিষ্ক বলে যে কিছু আছে

ভুলেই যাচ্ছি আমরা।

একগাদা তথ্য ও পণ্য,

এটাকেই শুধু করছি গণ্য।

কিভাবে ভাবতে হয়,

কেনো ভাবতে হয়,

কী ভাবতে হয়,

সেটাই তো শিখিনি মোরা।

কিন্তু ভাবতে যে হবে!

টিকে থাকতে হলে,

দাপিয়ে বেড়াতে হলে,

সম্মান পেতে হলে,

ভাবতে যে হবেই।

চলুন ভাবতে শিখি!

No comments: