Sunday, October 31, 2021

কবি আশীষ কুন্ডু -এর একটি কবিতা

 বেলাশেষের কবিতা 



বেলা শেষে আকাশ কালো 

তুমি এলে আড়াল থেকে মনভোলা 

বৃষ্টি ভেজা বাতাসে সমুদ্রের গন্ধ

বদ্বীপে মাতলা নদীর সুর বাজে 

সফেন তান্ডবে বিদ্ধ বিদ্যাধরী 

বোধহয় দেখছিলে তুমি গাছেদের দীর্ঘশ্বাস 

কিংবা লুপ্তপ্রায় কোনো সভ্যতার লজ্জাটুকু

বিকেলের ছায়া ঘন হয়ে আসে

এমন সময়হীন সময়ে তোমার অবলোকন 

একটি বর্ণালী রচিত আবহে

বেলা শেষের কবিতা মনে পড়ে গেলো।

No comments: