Sunday, October 31, 2021

কবি প্রতীক হালদার -এর একটি কবিতা

 দিদার কান্ড 



ছুটল গোপাল আমটা পেড়ে 

করল দিদা তাড়া ,

হয়েছিস কেমন বাপের ব্যাটা 

একবার তুই দাঁড়া ।


জোরসে ছুটে বেড়ার ওপার 

পড়ল গোপাল জোরে ,

হোঁচট খেয়ে পড়ল দিদা 

ছিল ঘুমের ঘোরে ।


চেঁচায় জোরে আয় রে ছুটে 

ভাঙল বুঝি ঠ্যাং ,

গোপাল ছোঁড়া বড্ড জোরে 

মারল আমার ল্যাঙ ।


ঘেঁচি জোরে দৌড়ে এল 

একি তোমার দশা ?

এই বয়েসে পা'টা গেলে 

চরম সর্বনাশা ।


কি কান্ডটা কর না তুমি 

বয়সটা কি কম ?

এই বয়েসে কোথায় তুমি 

পাও যে এত দম ?

No comments: