Monday, October 25, 2021

কবি জয়তী দেওঘরিয়া -এর একটি কবিতা

 হতাশার মেঘ



আরও একটু প্রস্তুতি

ভাল থাকার।

চাপা থাকা দুঃখেরে এবার 

দিতে হবে ছাই চাপা।

 

সেই মত গুছিয়ে নেওয়ার 

চলছিল পালা।

সেই কবে থেকে পথ হাঁটা,

এবার বুঝি নামবে শ্রান্তি!

অনেকটা পথ হয়েছি অতিক্রান্ত 

এবার কয়েক দণ্ডের বিশ্রাম। 


কিন্তু না!

অকস্মাৎ এক কালবৈশাখীর বেগ

এক লহমায় করল সব চুরমার। 

তীরে এসেও ভিড়লো না তরী,

একবুক হাহাকার 

গ্রাস করলো চারিদিক। 

হতাশার মেঘ নিয়ে

আবারও শুরু হোল

যাপনের দিনগোনা।

No comments: