Sunday, October 31, 2021

কবি আবদুস সালাম -এর একটি কবিতা

 অন‍্য চিত্র

 


প্রতিটি সকাল যেন অন্য সকাল

ভারতের প্রতিটি কোষে জেগে উঠছে হাহাকার

শুনছি নিঃসঙ্গ চেতনার ক্রন্দন ধ্বনি


কান পাতলেই শুনি বিবিবাচ্চাদের সম্মিলিত জিজ্ঞাসা

বাজারে লেগেছে আগুন

অদ্ভুত রহস্যময়তা ছড়িয়ে পড়ছে দিকে দিকে


লাল, হলুদ, সবুজের কচকচানি

ঝরে পড়ছে অভিভাবকহীন সময়ের বিষন্নতা

বিপ্লবের আঙিনা ধুয়ে দিচ্ছে কীটনাশকে

মুখ থুবড়ে পড়ছে সকালের অস্তিত্ব

জীবাণু মুক্ত করার অঙ্গীকার

অন্ধকারে ডুবে যাচ্ছে নিহত চাঁদ


নিবেদন গুলো ঢেউ তুলছে সভ‍্যতাল নদীতে

পাড়ায় পাড়ায় পাল‌ তুলছে দুর্বিষহ বিষাদ

স্বপ্নের খনি থেকে তুলে আনছি সাদা ভাত সাদা কাফন

মৃত্যু সুবাসে ভরে উঠছে ভারতের মানচিত্র

No comments: