কবি মিতা দাস পুরকায়স্থ -এর একটি কবিতা
মন
চঞ্চল মন উতলা হয়েও
শতরূপা
চঞ্চল মন আবেশে ডুবেও
ক্ষণজন্মা,
চঞ্চল মন পূর্ণাঙ্গ চাঁদের রাতেও
চাঁদপুর খোঁজে
চঞ্চল মন ঘোর তমসা রাতদুপুরে
জোছনা চাখে,
চঞ্চল মন বিবেক হাতড়ায় পুব দুয়ারে
মাঝারি তপস্যায়
চঞ্চল চোখ পৃথিবীতেই স্বর্গের দ্বারে,
ঊর্ধ্বগামী হাওয়ায়।
চঞ্চলচোখ তীব্রতম আলো ঝলকানিতেও
আঁধার ডেকে আনে
দীপান্বিতায় দশমি আর পিঠে-পুলি নবান্ন
পাতাঝরার দিনে।
Comments