বাষ্প হবার অপেক্ষা
নিজেকে নিজের ছায়ার সাথে
মিলিয়ে চিনতে না পারা একটা ব্যর্থতা।
একটু একটু করে ধ্বংস করতে হয় জীবন
তারপর ধ্বংসযজ্ঞ সমাপ্ত হলে একটা
গল্প কিংবা উপন্যাস পরে থাকে মৃতদেহ হয়ে।
রক্তের তপ্ত অহংকার আর বিন্দু বিন্দু ঘাম
দিয়ে একটা সাজানো ব্যক্তিগত খেলা চলে,
সময়ের সাথে পলিমাটি জমে চরা পরে সে
চরাচরের জায়গায় জায়গায়। হেঁটে যায় স্মৃতি লব্ধ জীবন। কর্পূরের মত মিলিয়ে যায়
সমস্ত আর্তি রিরংশা
পরে থাকে পুড়ে যাওয়া হাউইের খোল
শেষ উষ্ণতা বুকে। রয়ে যাওয়া জীবন অনুকম্পা চায় বাষ্প হবার অপেক্ষায়।
No comments:
Post a Comment