কবি তৈমুর খান -এর একটি কবিতা
সক্রেটিসের শেষ রাত্রি
বিষের পেয়ালা আজ অমৃত বলে পান করি
প্রেমিকের রোগা হাতে ছুঁই না তোমাকে
কে দেবে শুশ্রূষা বলো—
আমাদের সম্পর্কের সব লাবণ্য ঝরে গেলে?
চারিদিকে ভেজাগন্ধ পোশাকে-আশাকে
রোদ্দুরে মাছির মতো উড়ে উড়ে আসি
কী উৎসবে বেজে ওঠে দিন?
রাতগুলি স্বপ্নহীন—কে ভাবে কাকে!
দূরে কোন্ আলেয়ার আলো
জ্বলে উঠে নিভে যায়—
শেয়ালের মতো চোখ জ্বলে
আগুনের হাতে-হাতে উড়ে আসে ছাই।
Comments