Sunday, October 31, 2021

কবি অরবিন্দ সরকার -এর একটি কবিতা

 নাথুলা পাশ

          


সিকিম চীন সীমান্ত অনেক উচ্চতা,

অক্সিজেন অপ্রতুল শ্বাসকষ্ট হবে,

অতীতের সিল্ক রোড তিব্বতের মাথা,

দখলে চীনাবাহিনী দেশ বন্দি ভবে।


অতন্দ্র প্রহরী সেনা তুষারে আবৃতা,

দেশমাতৃকার সেবা চালান নীরবে,

হিমালয়ের চূড়ায় শান্তির বারতা,

অখণ্ডতা রক্ষাকারী জাতির গৌরবে।


আগ্রাসনের বিরুদ্ধে রাষ্ট্রীয় একতা,

তিব্বতের জনপথ হারিয়েছে যবে,

বৌদ্ধ লামা ভিক্ষুগন অহিংসার ত্রাতা,

দেশটাই লোপ হলো যুদ্ধ জারি রবে।


নাথুলাপাশ বিশ্বাস সৌভাতৃত্ব জ্ঞানে,

ভারত ও সমকক্ষ পৃথিবী তা জানে।

No comments: