Monday, October 25, 2021

কবি উদয়ন চক্রবর্তী -এর একটি কবিতা

 জেব্রা লাইন ধরে হেঁটে যায় 




অখণ্ড নীরবতা খন্ডিত নীরবতার ভ্রুনের হাত ধরে

বারবার সামনে এসে দাঁড়ায়

হাইফেনের মতো,নিশ্চুপ বধির ল্যাম্পপোষ্টের

স্থবিরতা নিঃশব্দে রাস্তা খোঁজে--

ওদিকে দিন-দিনান্ত শেষে কিছু আকুতি

অতীত শারদীয়ার একাকিত্ব বুকে হলুদ রঙ মেখে

সিঁড়ির কোনায় এক বুক কথকতা নিয়ে

শীত ঘুমে থাকে অবহেলায়,

তারপর আর কী প্রাত্যহিক রোজনামচায়

জেব্রা লাইন ধরে হেঁটে চলে জীবন

ব্যথাহত যারা একটু থেমে যায়

ওদিকে দৌড়ে পাড় হয় আর কেউ অদৃশ্য প্ররোচনায় কানাগলি থেকে চৌরাস্তা

সে জানে না জানতেই পারে না অলক্ষ্যে কেউ

খড়ির গন্ডি এঁকে রেখেছে জেব্রা লাইনের মতো।

No comments: