কবি আশীষ কুন্ডু -এর একটি কবিতা

 মেঘের শহর




মেঘের শহর ভূমধ্যসাগর পেরিয়ে-

পরিযায়ী মৌসুমী ধারার আশেপাশে ,

অনাহূত শব্দের প্রজাপতি,ডানা মেলেছে !

ফিরে যেতে যেতে মেঘেরা ফিরে চায়

এক পশলা--

এক হাঁটু জল--

মহানগর উত্তর খোঁজে --

তবু প্যান্ডেল সাজে--

তৃতীয়া আজ চতুর্থী-ও--

আলো হয়ে ঝরে পড়ে ভালোলাগা --

দুর্গার মুখ অনাবৃত হয়,

ভিড় জমছে বিন্দু বিন্দু !

প্রতিমার মুখ বিষণ্ন ঘাম! 

আমরা শৈশবের দুর্গাকে হারিয়েছি-

এই ভিড়ের চাপে, কাশফুল থিমে! 

অপু লায়েক হলেও দিদিকে খোঁজে

ভিড়ের মুখগুলো মুখোসে ঢাকা। 


Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024