কবি মহীতোষ গায়েন -এর একটি কবিতা

 আত্মরক্ষার অনুশীলন




কিছু রক্তপাত অথবা শূন্য আস্ফালন

বিক্রি হয়েছে নিজস্ব কণ্ঠ ও স্পন্দন,

বারন্দার রোদ্দুরে বাড়ছে ফুল ও পাতা

সৌরভ বাতাসে ছড়ায় কাঁদে প্রিয়জন।


এবার ভালো ফসল ফলবে বলে আশা

ঝণের বোঝা কমাতে তৎপর হয়ে থাকা,

কণ্ঠে বারুদ জমেছে বিস্ফোরণ হবে না

আগুন হয়ে ছড়াবে বঞ্চিত উপত্যকায়।


ক্ষতস্থান শুকিয়ে মসৃন,সব অচেনা পথ

সামনে আসছে,সামনে আসছে প্রহসন

ও আত্মরক্ষার সূত্র,জীবনের সব অঙ্ক

মেলাতে অস্থি মজ্জায় তীব্র অনুশীলন।


পাখিরা আকাশে গাইছে সম্প্রীতির গান

মাটিতে বাড়ছে ভালোবাসার গাছ,ফুলের

বনে উঁকি দিচ্ছে প্রত‍্যাশার সূর্য,সমস্ত সুখ,

আশা,অধিকার পেতে মানুষ প্রস্তুত হচ্ছে।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র