Sunday, October 17, 2021

কবি সত্যেন্দ্রনাথ পাইন -এর একটি কবিতা

 ভালোবাসা তুমি কোথায়



ভালোবাসা না ভালো বাসা

  কোনটা চাইছে মানুষ? 

       কোনটা! 


শিউলি ঝরানো সকাল নাকি

  রোদঝলমলে আকাশে

     মেঘেদের দাপাদাপি! 

 

এ যেন শারদীয়ার উন্মুক্ত

    আবেদন -- ফি বছর। 

বন্যার ভ্রুকুটি, রাস্তার ধারে

   জমা জলের নিচে

মৃত্যুর বিভীষিকা। 

      মরণ ফাঁদ, 

 হাতছানি দেয় অহমিকার

     নাভিশ্বাস থেকে

বিদ্যুতের সহযোগে। 


ভালোবাসা নাছোড় তবু প্রেমে

মাতৃবন্দনায়, মাতৃ আরাধনায়

 নয়তো ভাইফোঁটর আদরে

 দিদি বোনের একান্ত

    আশীর্বাদে, শুভেচ্ছায়। 


ভালো বাসা না হলেও

   ভালোবাসা হয় নিবিড়

       প্রেমের নিগূঢ় 

     মানসিকতায়। 


শিউলি ঝরুক বা না ঝরুক---

No comments: