Sunday, October 17, 2021

কবি রাজা দেবরায় -এর একটি কবিতা

 পুজোতে কয়টা জামা হলো?

 



"পুজোতে কয়টা জামা হলো?"

জিজ্ঞেস করেন বড়রা।

"এটা একটা প্রশ্ন হলো?"

বললে বলবেন মুখরা!

মা-বাবা'র আর্থিক অবস্থা

না জেনেই প্রশ্ন করেন।

আপনি হয়তোবা জানেন,

আর্থিক কষ্টে অনেকে মরেন!

জিজ্ঞেস করার আগে ভাবুন,

আর্থ-সামাজিক অবস্থা বুঝুন।

তবেই সচেতন নাগরিক হবেন,

বাস্তববোধ হৃদয়ে খুঁজুন!

No comments: