Sunday, October 17, 2021

কবি আশীষ কুন্ডু -এর একটি কবিতা

 গান শুনি 




গান শুনি এখনো অতীতের 

বৃষ্টির ছাট দেখি জানলায়

ভেজা হয় না, 

মাঠের গন্ধমাখা হয় না

কাশফুল দেখি ফোনে সুপ্রভাতে

বাতাবিলেবু আর শিউলফুল বাজারের ভিড়ে

গন্ধ পাই না নীল আকাশের 

ঝাঁক বাঁধা পায়রারা আসে না ফিরে 

আমার বিষণ্ন ছাতে ছুটির বিকেল

রোদ্দুরে ভরা দুপুর একলা পড়ে থাকে।

No comments: