চর্চা
কার্পেটের তলায় লুকিয়ে রাখি ক্ষত
বেভুল ভাসানে উচ্ছ্বাস ভেসে যায় সংলাপের তাঁবুতে চর্চিত হয় অবিশ্বাস্
উলঙ্গ ময়ুর নাচে বিশ্বাসহীন প্রান্তরে
নগ্ন অন্ধকার আহ্বান করে অসফলতা
পায়ের নীচের মাটি সরে যায়
নাট্যমঞ্চে অসহায় আস্ফলনে ডানা মেলে স্বপ্ন সুন্দরী
সমুদ্রসভ্যতা আছড়ে পড়ে,
ভেঙে ভেঙে যায় ঢেউ
রাতের বাসরে জমে ওঠে মানব জন্মের রসায়ন
ভ্রষ্টমনিষীরা প্রেমের উৎসব এ মাতে
শরীর জুড়ে আঁকা হয় গোত্রহীন উল্লাস
অলীক ঈশ্বর মুখ থুবড়ে পড়ে
No comments:
Post a Comment