খবর
সমস্ত রাগের ভার নিয়ে
পুব -- দিগন্তে সূর্য উঠল ।
বাচ্চা -- মেঘেরা প্রতিরোধ গড়ে তুলতে
দলে দলে সৈন্যদের মতো তাদের
দেহ সেখানে দিচ্ছে ফেলে ।
কারণ, কাল রাতে একটা শিশুর মতো
সরল মেয়ে ধর্ষিতা হলে --- কেউ
তার খবর তোলে নি ।
এখন আকাশের নীলের গায়
ফুটে উঠছে তার সেই নাম ।
তার সেই নাম নিয়ে ওই দিবালোক
চেঁচিয়ে গাঁ -- শুদ্ধু ঝড় ও
বৃষ্টির তান্ডব করল শুরু ।
তবু , কিছুতে বাঁচল না মেয়েটা !
No comments:
Post a Comment