Monday, October 18, 2021

কবি ইউসুফ মোল্লা -এর একটি কবিতা

 কৃষকের মুখ




কৃষকের মুখ ছিল মিছিলের মাঝে

দু'বেলা মাঠে ঘাটে দিন কাটে

তবুও উপোস ছিল কী খাবে এই ভেবে



কৃষকের মুখ ছিল মিছিলের মাঝে

মন্ত্রীর ছেলে এলে দিতে হবে রাস্তা ছেড়ে

নাহলে চাকার তলায় মরতে হবে পিষে



কৃষকের মুখ ছিল মিছিলের মাঝে

রাজনীতি জানে না সে কীভাবে করে

তবুও পার্টির নেতা দরজায় কড়া নাড়ে



কৃষকের মুখ ছিল মিছিলের মাঝে

নেলসন ম্যান্ডেলা আর একবার এসো

কৃষকের ঘরে একবিংশ শতাব্দীর বেশে।

No comments: