Sunday, October 17, 2021

কবি মায়া বিদ -এর একটি কবিতা

 শুভ বিজয়া



এসেছিলেন উমা, বছর পরে

   মর্ত্যধামে মায়ের ঘরে ।

পাদ্য-অর্ঘ্যে পূজিতা গৌরী

  ফিরলেন মা স্বামীর ঘরে ।


শারদ প্রভাতে মাতৃ পক্ষে

 হয়েছিল মায়ের আবাহন।

খুশির বন্যা বইয়ে মাগো

   দশমীতে মায়ের বিসর্জন ।


আসবে আসবে দুর্গা পূজো

    এটাই হয়তো ছিল ভালো।

হাসি - খুশিতে মাতিয়ে সবারে

      বিদায়ী সুরে ভরিয়ে তোলো ।


বছর, মাস, দিন, নিঘন্টের

      চললো আবার অপেক্ষার পালা ।

অধীর আগ্রহে রইবো বসে

       সাজিয়ে মায়ের বরণডালা ।

No comments: