Sunday, October 17, 2021

কবি জয়িতা চট্টোপাধ্যায় -এর একটি কবিতা

 পথ



এক পথ পেরিয়ে যাই তোমায় ঘুমন্ত পায়ে

যে পথ নৌকা পেরোয়ে নি আগে

তুমি দাঁড়িয়ে থাকো আমার শরীরে পালকের গায়ে

সমস্ত পথ থেমেছে এসে গাছের তলায়

যেখানে রাত্রি থামে তোমার বাড়ি

সিঁড়ি দিয়ে তোমার চোখে মুখে আলো উঠে যায়

আকাশ ভাঙে মাঝে মাঝে

মন মেঘেই আত্মহারা, তোমার আকাশে

নৌকা খোলা থাকে, আমার আকাশ ভরা তারা

আমার শরীর জুড়ে এক দিঘি জল

তুমি আমার গ্রাম তুমি আমার শহর, জল ছলোচ্ছল।। 

No comments: