Sunday, October 17, 2021

কবি সেখ নজরুল -এর একটি কবিতা

 ফুলের রানী



তোমার সুগন্ধে মাতোয়ারা আমার মনের আকাশ,

তুমি ঘটিয়েছো মোর ভালোবাসার বিকাশ।

 ফুলের রানী হয়ে আসব সবার মাঝে,

সুগন্ধে ভরিয়ে তোলো সকাল সন্ধ্যা সাঁঝে।

তোমার ওই ফুলের পাপড়ি ছোঁয়ায় জন্য,

মন যে আমার খুবই ব্যকুল।

তোমার ওই সাদা পাপড়ির মাঝে পোলেনকিট আহরনে আমি নিজেকে ব্যস্ত রাখি,

সত্যি তোমার ওই সুগন্ধ পৃথিবীর সবকিছুই হার মানায়।

হলুদ কুড়ির মধ্যে পৃথিবীর সর্ব সুখ লুকিয়ে থাকে,

তাই বারবার ছুটে আসি তোমার কাছে।

সারাদিন ব্যস্ততার মাঝেও কেন তোমাকে ছোঁয়ার জন্য মন কেঁদে উঠে আজও অজানা,

হয়তো তোমারই ভালোবাসার টানে।

রাত্রি যত গভীর হয় তোমার সুবাস শরীরের উষ্ণতা বাড়িয়ে দেয়,

তোমার পাপড়ির স্পর্শে শরীর সিক্ত হয়ে উঠে।

তা না হলে হঠাৎই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম!

জানিনা আমার স্পর্শে তুমি জাগরিত হবে কিনা?

তবে তোমার অনুপস্থিতি আমি সর্বক্ষণ অনুভব করি।

No comments: