মনের দহন
আমি মেতে উঠেছি সব শেষ করার নেশায়
জানি না কিসে হবো শান্ত
শেষ থেকে শুরুতে না শুরু থেকে শেষে।
আমি মেতে উঠেছি শেষ দেখার নেশায়
জানিনা কিসের জ্বালা
কোনো হিংসা না কোনো বিদ্বেষে।
আমি মেতে উঠেছি হার জিতের খেলার নেশায়
জানিনা কিসে খুশি হবো
জয়ে না পরাজয়ে।
আমি মেতে উঠেছি অক্ষত এক লড়াইয়ে
জানিনা কিসে স্থির হবো
ক্ষয়ে না অক্ষয়ে।
আমি মেতে উঠেছি এক ধ্বংস লীলায়
যার নেই কোনো
সৃষ্টি স্থিতি লয়।
আমি মেতে উঠেছি অজানাকে জানার নেশায়
যার উত্তর হবে অনিশ্চিত
এক চরম বেদনাময়।
আমি মেতে উঠেছি শান্তি পাবার নেশায়
জানিনা সেই শান্তিতে
কেউ সুখী না দুঃখিত।
আমি মেতে উঠেছি ভালোবাসা পাবার নেশায়
জানিনা আজও সেই ভালবাসা
জীবিত না মৃত।
No comments:
Post a Comment