পুজো
ঝলমলে আকাশ সাগরনীল ছাপা শাড়ি গায়ে
লাল হলুদ কমলা আকাশী বিচিত্র রংবাহারে,
মন চেপেছে আজ ঐ সাদা তুলো মেঘভেলায়
ছুটবো দিক-দিগন্তে করোনা ঠেলে হেলাখেলায়।
কষ্টগুলো আজ উদভ্রান্ত বেচাকেনার হাটে রংমহলে
পুজো মানে 'দেহি' 'দেহি' প্রবল উচ্চারণ হালআমলে ।
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি
দেওয়া-নেওয়া আদান-প্রদান উৎকোচ স্তোত্রাদি ।
আধ্যাত্মিক প্রক্রিয়ায় মনের পুজো অধ্যাত্ম দর্শন
ভগবান, দেবতায় রূপান্তরিত হবে মানুষ ধূলিমলিন,
অপার্থিব দর্শন গ্রহণে বিফলতা ধরণীর মানুষের
পার্থিব প্রাপ্তির আকাঙ্ক্ষায় স্বপ্ন ও ভালোবাসা তার ।
No comments:
Post a Comment